মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

38

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিগত ১০ বছরে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ১২ লক্ষ মামলায় ২৫ লক্ষ আসামি করা হয়েছে। সরকারের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে অনেকেই ঘর-বাড়ী ছাড়া হয়ে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। অনেকেই দিনে আনে দিনে খায়। আর ভোটারবিহীন সরকারের শিল্পমন্ত্রী বলেছেন বিএনপি ৩০ ট্রাক চামড়া কিনে রাস্তায় ফেলে দিয়েছে! আওয়ামী সিন্ডিকেট চামড়া ব্যবসায়ীদের কারসাজীর কারণে চামড়া শিল্পের এ করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। শিল্পমন্ত্রী নিজের ব্যর্থতা ঢাকতে বিএনপির উপর দোষ চাপিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে। এ ধরনের অবান্তর, অনৈতিক ও কাল্পনিক বক্তব্য দেয়ার জন্য জাতির কাছে তার ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত। তিনি সোমবার বিকালে মহানগর স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান। নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন মহানগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, যুগ্ম সম্পাদক মো. শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াসিন চৌধুরী লিটন, কাউন্সিলর আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জু, কামরুল ইসলাম, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, নগর মহিলা দলের সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপি কর্মসূচি পালিত হয়। ভোর ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১টায় নগরীর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি