মহানগর বৌদ্ধ বিহার পরিচালনা ও উন্নয়ন কমিটির সভা

82

গত ৬ জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় মোমিন রোডস্থ মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের বিহার পরিচালনা ও উন্নয়ন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা বিহার অধ্যক্ষ ভদন্ত বজিরানন্দ মহাথের’র সভাপতিত্বে সূর্য্যসেন বড়–য়া শঙ্কুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় উপস্থিত সভ্যগনের সর্বসম্মতিক্রমে অত্র বিহারের বিহারধ্যক্ষকে আগামী ১৬ জুলাই হইতে বিশ্বের বৌদ্ধ ধর্মাম্বলীদের অতীব পবিত্র ও ধর্মোৎসবের দিন আষাঢ়ী পূর্ণিমা তিথি হইতে তিনমাস ব্যাপী বর্ষাব্রত পালনের জন্য ফাং (নিমন্ত্রন) করা হয়। আগামী ২০ সেপ্টেম্বর শুক্রবার বর্ষাষাটিকা বৈকালিক সংঘদান, ভদন্ত নন্দ বংশ মহাথেরর পরিচালনায় খন্ডকালীন ধ্যান ও একক সদ্ধর্ম দেশনা, ২৬ অক্টোবর শনিবার দানোত্তম কঠিন চীবর দান উদ্যাপন এবং বিহার উন্নয়ন নকশা প্রণয়ন কমিটির উপস্থাপিত নকশা অনুমোদন দিয়ে উপরোক্ত সিদ্ধান্ত সমূহ গৃহিত হয়। সভায় আলোচ্য সূচীর আলোকে মতামত ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন-বিহার পরিচালনা ও উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক মিথুন বড়–য়া, উপদেষ্টা মন্ডলীর সদস্য স্বদেশ কুসুম চৌধুরী, প্রকৌশলী বিধান চন্দ্র বড়–য়া, তাপস কান্তি বড়–য়া, বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের মধ্যে-জয়ন্ত বড়–য়া, রেবা বড়–য়া, রেখা বড়–য়া, সুজন বড়–য়া, শুভ্র মনিয়াম বড়–য়া, রাজীব বড়–য়া, রমা বড়–য়া, শুভ্র প্রমুখ। অত্র বৌদ্ধ বিহারের সকল দায়ক-দায়িকাদের আগামী ১৬ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে তিনমাস ব্যাপী বর্ষাবাস পালনের মাধ্যমে শীলাদি গ্রহণ করারও অনুরোধ জানান। বিজ্ঞপ্তি