মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভা

43

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার কার্যকরী কমিটির এক সভা গত ১১ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় পরিষদ কার্যালয়ে পরিষদের সভাপতি এড. চন্দন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয় এবং শারদ উৎসব বাঙালি সনাতন জনগোষ্ঠীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। যথাযথ মর্যাদায় ও সার্থিক পূজা পালনের জন্য অনুরোধ জানান। যুগ্ম সম্পাদক মিথুন মলি­ক এর পরিচালনায় পরিষদের সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিতের স্বাগত বক্তব্যের আলোচ্য সূচির আলোকে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুণ, সহ-সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, রত্নাকর দাশ টুনু, লায়ন দুলাল চন্দ্র দে, যুগ্ম সম্পাদক এড. নটু চৌধুরী, সিনিয়র সদস্য অরূপ রতন চক্রবর্ত্তী, বিপ্লব কুমার চৌধুরী, নিখিল ঘোষ, পুলক খাস্তকগীর, প্রদীপ কুমার শীল, এড. নিখিল কুমার নাথ, সজল দত্ত, বিপ্লব সেন, অঞ্জন দত্ত, দোলন দেব, এড. টিপু শীল জয়দেব, সুকান্ত মহাজন টুটুল, দীপংকর দেবনাথ, এড. তপন কুমার দাশ, চন্দন কুমার পালিত, এড. গৌতম হাজারী, নিউটন কান্তি দে, রুমকী সেনগুপ্তা, প্রিয়তোষ ঘোষ রতন, অরুণ রশ্মি দত্ত, এড. রাজেশ বিশ্বাস, বিশ্বজিৎ রায়, রাজীব চৌধুরী মিল্টন, নারায়ণ সিংহ, প্রসেনজিৎ সরকার, অশোক দেব লিটন, দেবাশীষ চৌধুরী পিকলু, বাবুল দাশ তনয়, অনিল কুমার শীল, তমাল শর্মা চৌধুরী, প্রিয় লাল গোস্বামী, উত্তম শীল, অজয় চৌধুরী সাজু, রাহুল দাশ, অমিত ঘোষ, উজ্জ্বল সুশীল, এড. সুব্রত শীল রাজু, অপরেশ দাশ, রাজন দাশ, সাজু চৌধুরী, অসীক দত্ত, জয় চৌধুরী, শ্রীমতি পম্পী দাশ, রিপন রায় চৌধুরী, বিশ্বজিৎ মজুমদার জুয়েল, অসিত বরণ বিশ্বাস, শুভজিৎ দাশ, যীশু তালুকদার, জয়ন্ত তালুকদার, অভি দাশ, দীপ্ত সিংহ, প্রমুখ। সভায় আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার মহানগর পূজা পরিষদের বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত গৃহিত হয়। আগামী শারদীয়া দূর্গোৎসবে সবাইকে আন্তরিকতার সহিত কাজ করার আহŸান জানানো হয়। বিজ্ঞপ্তি