মহানগর জাতীয় পার্টির সমাবেশ

29

পাহাড়তলী বাজারে গণপিটুনিতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দীন সোহেল হত্যায় জাতীয় পার্টি নেতা ওসমান খান জড়িত নয়। প্রকৃতপক্ষে ব্যবসায়ীদের পক্ষে সোহেলের অপকর্মের প্রতিবাদ করায় সেদিন প্রকাশ্য দিবালোকে সোহেল ও তার সহযোগীরা ওসমান খানকে ধারালো অস্ত্র দিয়ে কূপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনার ২ ঘন্টা পর বাজারের ব্যবসায়ী ও শ্রমিকদের গণপিটুনিতে আহত সোহেল চমেক হাসপাতালে মারা যায়। গণপিটুনির ঘটনাকে আড়াল করতে কোন এক অদৃশ্য শক্তির ইশারায় সোহেলের পরিবার ওসমানকে জড়িয়ে মামলা দায়ের করেন। সে মামলায় পুলিশ বাসা থেকে গুরুতর আহত ওসমানকে অমানবিকভাবে গ্রেফতার করে। আমরা দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই প্রকৃত অপরাীধদের গ্রেফতার ও অবিলম্বে নগর জাপা সহ সভাপতি ওসমান খানকে মুক্তি দিতে পুলিশ প্রশাসনের কাছে জোর দাবী জনাচ্ছি। গত ১৬ জানুয়ারি মহানগর জাতীয় পার্টির উদ্যোগে সংগঠনের সহ-সভাপতি ওসমান খানের মুক্তির দাবীতে দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। নগর জাপা সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর জাপা সহ-সভাপতি কামরুজ্জামান পল্টু, কামাল উদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী বাবুল আহমেদ, নিজাম উদ্দীন, নুরুল আজিজ, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলকরনী, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ কমরুদ্দিন ফোরকান, সদরঘাট থানা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কোতোয়ালী থানা যুগ্ম আহব্বায়ক চন্দন চক্রবর্তী, চকবাজার থানা সদস্য সচিব শওকতুল ইসলাম, আকবর শাহ থানা সভাপতি ফজলে আজিম দুলাল, খুলশী থানা সভাপতি গিয়াস উদ্দীন, ডবলমুরিং থানা সদস্য সচিব আরমান লিয়া, ইপিজেড থানা সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন রিয়াজ, নগর কৃষক পার্টির সাধারণ সম্পাদক পিকাশ শীল সাগর, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহব্বায়ক প্রবীর দাশ মানু প্রমুখ। সমাবেশ শেষে ওসমান খানের মুক্তির দাবীতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি