মহানগর ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

46

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে নগর ছাত্রলীগ নেতা মো. হায়াত উল্লাহ ও চৌধুরী সাজিদ মোস্তফা আশফি’র যৌথ নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি সাবএরিয়া থেকে শুরু হয়ে ঘাটফরহাদবেগ, আন্দরকিল্লা, চেরাগী পাহাড় হয়ে জামালখান এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মো. কাসেম মুহি, মো. জুবায়ের, ইসতিয়াব আহমেদ, আকাশ, বোরহান, তানজিদুল ইসলাম নকিব, আতিক ফাহিম, আরিফ ফায়সাল, বিশাল দেব নাথ, নওশাদুর রহমান, মো. রায়হান চৌধুরী, বোরহান, তাবরিজ ইসলাম, আল তাওয়াব তাহা, নেয়ামত উল্লাহ, ওয়াহেদ আলী সোহান, ইসতিয়াক আহমেদ জিদান, সুফরাত সামি, মিরাজ ফারাবী, শাহেদ সিদ্দিক, আইনুল হাসান ইফতি, অলি, নাজমুস সাকিব, মো. মারুফ, মহামাইনুল ইসলাম সামির, মো. মিনহাজ, মো. আলী আকবর আসিফ প্রমুখ।
মিছিল শেষে নগর ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, মেয়াদোত্তীর্ণ বর্তমান কমিটি বাতিল করে নতুনদের নিয়ে গতিশীল একটি কমিটি গঠনের দাবি জানানো হয়। ২৯১ সদস্য বিশিষ্ট কমিটিতে থাকা অনেকেই বিবাহিত, চাঁদাবাজী মামলার আসামী, চাকুরী সম্পৃক্ত, টেন্ডারবাজীর সাথে সম্পৃক্ত এবং ছাত্রত্বও নেই। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ এক বছর হওয়া স্বর্তে এখন ৫ বছর অতিক্রম হওয়ার পরও কোন নতুন কমিটি হচ্ছে না।
এ মেয়াদ উত্তীর্ণ কমিটির নেতৃবৃন্দের কারণে বিশেষ করে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ ও ওমরগণি এমইএস কলেজে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে। যা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ন্ত্রণ করতে পারছে না। বিজ্ঞপ্তি