মহানগর ইসলামিক ফ্রন্টের মানববন্ধন

41

ইসলামিক ফ্রন্ট-এর কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, বিগত কয়েক দিন ধরে ভারতে মসজিদে আগুন লাগিয়ে দেয়াসহ সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। তা শুধু দুঃখজনক নয়, বরং লজ্জাকরও বটে। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় উগ্রবাদ মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গত ৫ মার্চ জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে প্রতিবাদী মানববন্ধনে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন চসিক নির্বাচনে ইসলামিক ফ্রন্ট মনোনীত মেয়র পদপ্রার্থী এম ওয়াহেদ মুরাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সহ সভাপতি অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, আলহাজ্ব আব্দুর রহমান মান্না, আক্কাস উদ্দীন খন্দকার, সাধারণ সম্পাদক এম মহিউল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, সহ সাংগঠনিক সম্পাদক ডা: হাসমত আলী তাহেরী, হাফেজ আবু তাহের, আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন আরব আমিরাত শাখার নেতা আলহাজ্ব আব্দুল করিম, অর্থ সম্পাদক আলহাজ্ব ইলিয়াছ খান ইমু, এইচ.এম. নাছির উদ্দীন, হাফিজুর রহমান, মুহাম্মদ দিদারুল আলম, হাফেজ আনোয়ারুল ইসলাম খান, হাটহাজারী উপজেলা ইসলামিক ফ্রন্ট নেতা আলহাজ্ব নাছির উদ্দীন, ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম নগর সভাপতি কাজী সুলতান আহমদ, সহ-সভাপতি কামরুল হাসান শাকিল ও মিজানুর রহমান প্রমুখ। মানববন্ধন পরবর্তী একটি বিক্ষোভ মিছিল জামালখান প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে আন্দরকিল্লা জামে মসজিদ চত্বরে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি