মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সভা পাইওনিয়ার লিগে ২৪ দল

12

 

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির এক সভা গত ৬ই ডিসেম্বর বিকালে সংস্থার কার্যালয়ে ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান জনাব ইবাদুল হক লুলু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় লিগের বিভিন্ন দিক উপস্থাপন করেন ফুটবল কমিটির সম্পাদক আশীষ ভদ্র। আরো বক্তব্য রাখেন কমিটির ভাইস চেয়ারম্যান শামীম আজাদ খোকন ও ফরিদ আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক রাকিব মাহমুদ, এমএম মুছা বাবলু, মাহবুবুল আলম মুকুল, জহির উদ্দিন, কমিটির সদস্য সেকান্দর কবির, মারুফ সিকদার, যাহিদুর রহমান, ইনামুল হাসান, প্রবীন কুমার ঘোষ, মোঃ নাসির, শাহাজাহান আহমেদ সামি, তারেক হায়দার তারু প্রমুখ। সভায় বিভিন্ন উপ-কমিটি গঠন ও বাজেট অনুমোদন করা হয় এবং ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লীগের জন্য ২৪টি দলকে অনুমোদন দেওয়া হয়। দলগুলো হলো: ১। ফরিদ ফুটবল একাডেমী,২। পাহাড়তলী একাদশ ,৩। রামপুর একাদশ, ৪। বাবর ফুটবল একাডেমী, ৫। ডাইনামিক ফুটবল একাডেমী, ৬। রাঙ্গুনিয়া ফুটবল একাডেমী,৭। এফ.সি চট্টগ্রাম, ৮। মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমী, ৯। হাটহাজারী স্পোটর্স ক্লাব, ১০। শিকলবাহা স্পের্টস ক্লাব, ১১। আবাহনী ক্রীড়া চক্র, ১২। মোহরা ফুটবল একাডেমী, ১৩। ওয়াই কেবি ফ্রেন্ডশিপ ক্লাব, ১৪। লালখান বয়েজ ক্লাব, ১৫। বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমী,১৬। কালাপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমী, ১৭। ধানঁসিড়ি ক্লাব ,১৮। মোহরা স্পোর্টস একাডেমী, ১৯। কে.এম স্পোর্টিং ক্লাব, ২০। সাতকানিয়া ফুটবল খেলোয়াড় সমিতি, ২১। .কে. স্পোর্টস একাডেমী, ২২। নিমতলা এভারগ্রীন ক্লাব, ২৩। বরমা ফিজিক্যাল ক্লাব, ২৪। হাটহাজারী খেলোয়াড় সমিতি। সম্ভাব্য আগামী ১২,১৩ ই ডিসেম্বেরর মধ্যে ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লিগ ২০২১ এর খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হতে পারে।