মস্কোর নিরাপত্তা সদর দফতরে গোলাগুলি

22

মস্কোর কেন্দ্রস্থলে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সেবার (এফবিএস) সদর দফতরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সেখানকার একটি ভবনের লবিতে এক বন্দুকধারী স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালালে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বন্দুক হামলার বিস্তারিত এখনও পরিস্কারভাবে জানা যাবে। তবে অসমর্থিত সূত্রের বরাতে রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিন বন্দুকধারীর হামলায় তিন জন কর্মকর্তা নিহত হয়েছে। ঘটনাস্থলে দুই বন্দুকধারী নিহত হয়েছে। আর অপরজন দৌড়ে রাস্তায় বের হয়ে একটি ভবনে ঢুকে পড়েছে। নিরাপত্তা বাহিনী আশেপাশের এলাকা ঘিরে রেখে অভিযান চালাচ্ছে।