মরিদুল আলম যে একলব্য

62

মহাভারতে একা ছিলো একলব্য-
জানি দ্রৌণের ছলনা- হায় বীর!
হে গুরু…
কাকে মহান করে দিতে- একলব্যের পরাজয় এনে দিলে?

অথচ একাত্তরে ছিলো আমাদের মরিদুল আলম
তার সম্মূখে একাত্তর… জন্মভ‚মি… শঙ্খের উজান
হায়- তোমার কষ্ট নিয়ে এগিয়েছে-
বীর কমান্ডার মৌলানা শাহাজান
গল্পটা… গল্পটা একান্ত আমার-
আগে তুমি কখনো শোনোনি…

জানে দক্ষিণের জনপথ- কি সাহসী ছিলো ওরা…
যেনো যুগলবন্দি ঈগল…
বরমা বরকল কেশুয়ার দাপিয়ে বেড়ানো-
সমগ্র দক্ষিণ চট্টগ্রাম…

মৌলানা মনিরুজ্জানের সন্তান কমান্ডার শাহাজান-
আরেকবার, আরেকবার শুধু তোমাকে চাই-
চলে এসো তোমার স্বদেশ মৃত্তিকায়।