মমতা কালচারাল ইনস্টিটিউটের শাস্ত্রীয় নৃত্য কর্মশালা

47

মমতার তিন যুগ পূর্তি উপলক্ষে মমতা কাল্চারাল ইনস্টিটিউট’র উদ্যোগে সপ্তাহব্যাপী শাস্ত্রীয় নৃত্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা ৯ জানুয়ারী শুরু হয়ে ১৪ জানুয়ারী পর্যন্ত নগরীর বাংলাদেশ শিশু একাডেমী, চট্টগ্রামের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মমতার প্রধান নির্বাহী রফিক আহমদ এর সভাপতিত্বে কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণকালে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রাম এর শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা। সনদপত্র বিতরণ পূর্বে শিশুদের অংশগ্রহনে শাস্ত্রীয় নৃত্য পরিবেশিত হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ভারত থেকে আগত বিশিষ্ট নৃত্য শিল্পী শ্রী রাহুল দেব। সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মমতা কাল্চারাল ইনস্টিটিউট এর সমন্বয়কারী প্রবীর পাল। মিসেস নারগীস সুলতানা কর্মশালা বিষয়ে বলেন, মমতার এ উদ্যোগ শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশ ও চর্চায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। মমতার প্রধান নির্বাহী রফিক আহমদ তার বক্তব্যে জানান, মমতা সুবিধাবঞ্চিত মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করার পাশাপাশি শিশু কিশোরদের সুস্থ সাংস্কৃতিক চর্চার উপর জোর দিয়ে আসছে এবং তারই লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করে মমতা। বিজ্ঞপ্তি