মমতার হাত থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করার ঘোষণা মোদির

59

তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দোপাধ্যায়কে ‘উন্নয়নের গতিরোধকারী’ আখ্যা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারণায় গিয়ে তিনি ঘোষণা দিয়েছেন, তার দল বিজেপি মুখ্যমন্ত্রী মমতার হাত থেকে ওই রাজ্যকে মুক্ত করবে। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। সাতটি ধাপে ১৯ মে পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ২৩ মে ঘোষণা করা হবে ফলাফল। নির্বাচনকে সামনে রেখে বুধবার পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনি সমাবেশে যোগ দেন মোদি। সেখানে দেওয়া বক্তৃতায় মমতাকে একহাত নেন তিনি।
সমাবেশে মোদি বলেন, ‘গোটা দেশে যে গতিতে কাজ করেছি, বাংলায় সেই গতিতে কাজ করতে এর কারণ হলো, পশ্চিমবঙ্গে স্পিড ব্রেকার রয়েছে। আর এই স্পিড ব্রেকারকে এখানকার লোক দিদি বলে জানেন। দিদি, আপনাদের উন্নয়নের স্পিড ব্রেকার। গরিবদের জন্য দিদির কোনও চিন্তা নেই। স্পিড ব্রেকার দিদির কবল থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করবে বিজেপি।’ মোদি আরও বলেন, ‘মমতার নৌকা ডুবতে চলেছে।’
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সে দেশের আধাসামরিক বাহিনীর ওপর জইশ-ই-মোহাম্মদের স্বঘোষিত আত্মঘাতী হামলায় ৪০ জন নিরাপত্তাকর্মীর মৃত্যুর পর হামলায় রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে বিমান হামলা চালায় ভারত। পাকিস্তানের পাল্টা হামলার পর শুরু হওয়া উত্তেজনা এখনও পুরোপুরি নিরসন হয়নি। ওই অভিযানের ব্যাপারে মমতার অবস্থানকে কটাক্ষ করে মোদি বলেন, ‘আঘাত লেগেছে পাকিস্তানে, যন্ত্রণা হচ্ছে কলকাতায় বসে থাকা দিদির।’