মমতার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

102

আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো এ প্রতিপাদ্যে মমতার উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-১৯ পালিত হয়েছে। সেভ দ্য চিলড্রেনের সহায়তায় মমতা পরিচালনাধীন নির্যাতন হতে শিশুদের সুরক্ষা (সিপিভি) প্রকল্প ও সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির উদ্যোগে গত সোমবার নগরীর ১৩নং ওয়ার্ডের আমবাগান শিশু কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিশু দিবস-১৯ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আমবাগান ইউসেপ স্কুলের সম্মুখে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি নগরীর আমবাগানস্থ ইউসেপ স্কুল হতে শুরু করে মমতার আমবাগান শিশু কেন্দ্রে এসে শেষ হয়। র‌্যালিত্তোর আয়োজনে আলোচনা সভা, শিশুদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুতোষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মহিলা কাউন্সিলর আবিদা আজাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতার সহকারী পরিচালক কামরুন নাহার পারভীন, সিপিভি প্রকল্পের সমন্বয়কারী মুজতাহিদা কাউসার, মনিটরিং এন্ড ডক্যুমেন্টশান কর্মকর্তা তাশফিকা আকতার, সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যবৃন্দ প্রমুখ। অপরদিকে মমতার পরিচালনাধীন ১৩ নং ওয়ার্ডের আনন্দ বাজার শিশু কেন্দ্র, ২৪ নং ওয়ার্ডের মিস্ত্রী পাড়া শিশু কেন্দ্র, ও ২৫ নং ওয়ার্ডের সুন্দবী পাড়া শিশু কেন্দ্রে একযোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-১৯ পালিত হয়েছে। এছাড়া গত সোমবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম ও এনজিও সমুহের আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে মমতা। মমতার আয়োজিত শিশু দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবিদা আজাদ বলেন, শিশুরাই আমাদের আগামী প্রজন্মের নেতৃত্ব দিবে, এ জন্য তাদেরকে সুন্দর ও ইতিবাচক পরিবেশে গড়ে তুলতে হবে। শিশু অধিকার উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া নারী ও শিশুদের উন্নয়নে মমতা যেভাবে কাজ করছে তা সত্যিকার অর্থেই প্রশংসনীয়। উল্লেখ্য, সেভ দ্য চিলড্রেনের সহায়তায় চট্টগ্রাম মহানগরীতে শিশু অধিকার বাস্তবায়ন ও শিশুদের সকল প্রকার নির্যাতন হতে সুরক্ষা নিশ্চিত করার লক্ষে সিপিভি প্রকল্পের মাধ্যমে কাজ করছে মমতা। বিজ্ঞপ্তি