মমতার বিশ্ব মানবাধিকার দিবস পালন

26

ডিএফআইডি ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ও মমতার বাস্তবায়নাধীন ডিএসআরডাব্লিউআইএস প্রকল্পের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস গত ১০ ডিসেম্বর পালিত হয়েছে। নগরীর মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১ ডিসেম্বর সরাইপাড়া হাজী আব্দুল আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ১২ ডিসেম্বর বন্দরটিলাস্থ মমতা মাতৃসদনে অনুষ্ঠিত হয়। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। মোহাম্মদ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আয়োজনে বায়েজিদ জোন এলপিডিসির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি সুলতানা শারমিন। এতে উপস্থিত ছিলেন মমতার উপ-পরিচালক আহমদ ইউসুফ হারুন, সেলিম হোসেন চৌধুরী প্রমুখ। সরাইপাড়া হাজী আব্দুল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাগরিকা এলপিডিসি জোনের সম্পাদক নুর সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চসিক মহিলা কাউন্সিলর জেসমিনা খানম। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আবু তাহের। বন্দরটিলাস্থ মমতা মাতৃসদনে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানুর বেগম। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার কর্মী শারমিন ফারুক প্রমুখ। বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতনরোধ, সকল প্রকার সহিংসতা রোধ এবং নারী শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে পারলে মানবাধিকার দিবসের গুরুত্ব প্রসারতা পাবে। বক্তারা ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার নিশ্চিতের প্রতি গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি