মমতা’র বাংলা বর্ষবরণ উদযাপন

29

গত শনিবার ২৭ এপ্রিল বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে মমতা’র উদ্যোগে বাংলা বর্ষবরণ ১৪২৬ অনুষ্ঠিত হয়। মমতার কার্যকরী পরিষদের সভাপতি বদিউজ্জামান খান ননী সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স এর প্রাক্তন জেলা গভর্নর মনজুরুল আলম মঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সিমেন্ট,আয়রন এন্ড স্টীল মার্চেন্ট এসোসিয়েশন এর মহাসচিব আশফাক আহমেদ। অভিমত প্রকাশ করেন মমতার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সাবিহা মুছা, কার্যকরী পরিষদের সাধারন সম্পাদক মনসুর মাসুদ। মমতা’র প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, শাহাজাদি বেগম, লুৎফুন নাহার লুনা, ফরিদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মমতার পরিচালক (অর্থ) ইকবাল আল মাহমুদ। উপস্থিত ছিলেন সকল স্তরের কর্মকর্তা-কর্মীবৃন্দ। বর্ষবরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা, প্রীতিভোজ, মমতা কাল্চারাল ইনস্টিটিউট এর শিক্ষার্থী ও মমতার কর্মকর্তা-কর্মীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিনিয়র ট্রেনিং অফিসার ফিরোজা বেগম ইমন ও কো-অর্ডিনেটর প্রবীর পাল। বিজ্ঞপ্তি

ডা. অঞ্জনা দত্তের
‘যাযাবরের কড়চা’
গ্রন্থের পাঠ
উন্মোচন ৩ মে

ভ্রমণ বিষয়ক বিশিষ্ট লেখক ডা. অঞ্জনা দত্তের ‘যাযাবরের কড়চা’ গ্রন্থের পাঠ উন্মোচন ৩ মে শুক্রবার বেলা ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের গ্রন্থ বিপনী বাতিঘরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আলোচক থাকবেনÑ সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, একুশে পদকপ্রাপ্ত ড. মাহবুবুল হক, শহীদজায়া মুশতারী শফি, ভারতের প্রাক্তন এমপি ও আগরতলা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ডা. অনুপ কুমার সাহা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান নির্মল দাশ এবং যাযাবরের কড়চা গ্রন্থের প্রকাশক অক্ষর পাবলিকেশানস্রে কর্ণধার শভব্রত দেব। বাতিঘর আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনায় থাকবেন লেখক বাদল সৈয়দ। আগ্রহী সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি