মন খারাপ করে বসে থাকলে হবে না : তাসকিন

37

“এবারের বিপিএলে দেখে নিয়েন আমার গতি”, টুর্নামেন্ট শুরুর আগে বলেছিলেন তাসকিন আহমেদ। গর্জন যত ছিল, বর্ষণ ততটা হয়নি। বিপিএলে এবার তার গতি হতাশাজনক। আরও বেশি হতাশার ছিল তার সামগ্রিক বোলিং। তবে সেই হতাশা পেছনে ফেলে সামনের ম্যাচগুলিতে ভালো কিছু উপহার দিতে চান তাসকিন।
এবারের বিপিএলে রংপুর রেঞ্জার্সের পারফরম্যান্সের যেমন দৈন্যদশা, তাসকিনের পারফরম্যান্সের চিত্রও একইরকম। পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটির হয়ে কেবল ৩টি ম্যাচে সুযোগ পেয়েছেন তাসকিন। তার বোলিং ছিল যাচ্ছেতাই। নিয়মিত ১৩০ কিলোমিটার গতিতেই বল করতে ধুঁকেছেন।
গতকাল মিরপুর একাডেমি মাঠে রংপুরের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের হতাশা লুকাননি তাসকিন।
“আসলে কিছুটা দুঃখজনক, সবশেষ তিনটি ম্যাচ খেলার সুযোগ হয়নি। সামনে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চেষ্টা করব। যে তিনটি ম্যাচ খেলেছি, কোনো উইকেট পাইনি। তবে এটা নিয়ে আসলে মন খারাপ করে বসে থাকলে হবে না। ট্রেনিংয়ে চেষ্টা করছি উন্নতির।”