মন্দিরভিত্তিক শিশুশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ

33

সত্য নারায়ন গুরু সংঘের আয়োজনে সরকারের মন্দিরভিত্তিক শিশুশিক্ষা কার্যক্রমের বার্ষিক পরীক্ষার ফল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ফটিকছড়ি সূর্যগিরি আশ্রমের অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই। প্রধান শিক্ষিকা লিপি ভট্টাচার্যের সঞ্চালনায় সংঘের সভাপতি অজয় বণিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক রতন বণিক। প্রধান অতিথি ছিলেন লামাবাজার বালক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সেলিম। বিশেষ অতিথি ছিলেন আর্বান কো-অপারেটিভ সোসাইটির পরিচালক লায়ন স্বপন কুমার দাশ, সত্য নারায়ন গুরু সংঘের প্রধান উপদেষ্টা সুকুমার পাল, সহ-সভাপতি উত্তম রায়, মানিক লাল বৈদ্য, রুমকী সেনগুপ্তা, সত্য নারায়ন গুরু সংঘের সাধারণ সম্পাদক রতন বণিক, সত্য নারায়ন গুরু সংঘের সভাপতি অজয় বণিক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্প সহকারী পরিচালক রিংকু কুমার শর্মা, প্রধান শিক্ষিকা লিপিকা ভট্টাচার্য, অভিভাবিকা সুজয়া চক্রবর্তী। এতে আরো উপস্থিত ছিলেন সুজিত কুমার হালদার, কাজল বণিক, বলাই বণিক, রূপম সেন, শ্যামল তলাপাত্র, সৌরভ ঘোষ। পুরস্কার বিরতণ অনুষ্ঠানে ১ম স্থান অধিকার করেন সুপ্রতিম ভট্টাচার্য, ২য় স্থান অধিকার করেন সায়স্তিকা ধর, ৩য় স্থান অধিকার করেন ঈশান মল্লিক। এছাড়া সকল ছাত্র-ছাত্রীদের মাঝে শান্তনা পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অজয় বণিক। বিজ্ঞপ্তি