মন্ত্রিত্ব ছাড়ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভাই

19

ব্রেক্সিট ইস্যুতে পার্লামেন্টের নিয়ন্ত্রণ হারানোর পর এবার পারিবারিক সংকটেও পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার তার ছোট ভাই জো জনসন সংসদ সদস্য ও মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। জো বলেছেন, পারিবারিক আনুগত্য ও জাতীয় স্বার্থের সংঘাতের কারণেই তিনি পদত্যাগ করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, পদত্যাগের কারণ হিসেবে ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী এবং দক্ষিণ-পূর্ব লন্ডনের ওরপিংটন থেকে নির্বাচিত টরি এমপি ‘অসমাধিত উত্তেজনার’ কথা বলেছেন।
২০১৬ সালে ইইউ গণভোটে জো জনসন ব্রেক্সিটের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। কিন্তু তার ভাই ব্রেক্সিটের পক্ষে অবস্থান নিয়েছিলেন। গতবছর সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট চুক্তির বিরোধিতা করে পদত্যাগ করেছিলেন জো। কিন্তু কনজারভেটিভ পার্টির সদস্যরা তার ভাইকে দলীয় নেতা নির্বাচিত করার পর তিনি পুনরায় সরকারে যোগ দেন।