মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নয়

50

শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক অনুমতি না নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন বা চালু করা যাবে না। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। উপ-সচিব আনোয়ারুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বেসরকারি উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে উদ্যোক্তারা মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠান স্থাপন বা চালুর প্রাথমিক অনুমতি না নিয়েই পাঠদানের অনুমতির জন্য আবেদন করছেন। ফলে প্রতিষ্ঠান স্থাপন, চালু করা ও স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে। খবর বাংলা ট্রিবিউনের
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতির জন্য ১৯৯৭ সালের নীতিমালা অনুযায়ী
স্থাপনের অনুমতি নেওয়ার বিধান রয়েছে। তাই সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হচ্ছে যে, নীতিমালার ৪(৩) ও ৪(৬) অনুযায়ী মন্ত্রণালয় থেকে প্রাথমিক অনুমতি ছাড়া কোনও প্রতিষ্ঠান স্থাপন ও চালু করা যাবে না। স্বীকৃতি পাওয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ে উন্নীত করতে হলেও এই শর্ত পালন করে পাঠদানের অনুমতির জন্য আবেদন করতে হবে।