মনোনয়নপত্র জমা ৩ মেয়র ও ৭০ কাউন্সিলর প্রার্থীর

99

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে গতকালও দুইজন মেয়র ও ২৫ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে সর্বমোট ১১ জন মেয়র প্রার্থী ও ৫২০ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে গতকাল মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনজন মেয়র ও ৭০ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গতকাল ১৪ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীরা এসব ফরম সংগ্রহ ও দাখিল করেন। মেয়র পদে ফরম দাখিল করেছেন জাতীয় পার্টি প্রার্থী সোলায়মান আলম শেঠ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী এম এ মতিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. জান্নাতুল ইসলাম।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান পূর্বদেশকে বলেন, ‘এতদিন প্রার্থীরা ফরম সংগ্রহ করলেও এখন ফরম জমা দেয়া শুরু হয়েছে। তিনজন মেয়র ও ৭০জন কাউন্সিলর প্রার্থী ফরম জমা দিয়েছেন। বৃহস্পতিবার (আজ) শেষ দিন বাকি প্রার্থীরাও ফরম জমা দিবেন। এর আগে গতকালসহ ১১জন মেয়র ও ৫২০জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন।’
নির্বাচন অফিস সূত্র জানায়, গতকাল দুইজন মেয়র এবং ২১জন সাধারণ ও চারজন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ পর্যন্ত ফরম সংগ্রহ করা প্রার্থীদের মধ্যে মেয়র পদে তিনজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫৭জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মেয়র তিনজন ছাড়াও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১নং ওয়ার্ডে ফেরদৌস বেগম মুন্নী, ২নং ওয়ার্ডে অশ্রু চৌধুরী, ৪নং ওয়ার্ডে তছলিমা বেগম নুরজাহান, ৬নং ওয়ার্ডে শাহীন আক্তার রোজী, ৭নং ওয়ার্ডে রুমকী সেনগুপ্ত, ১০নং ওয়ার্ডে রাধা রানী দেবী, হুরে আরা বেগম, জেসমিনা খানম, ১২নং ওয়ার্ডে শাহিদা খানম, আফরোজা জহুর (আফরোজা কালাম), ১৩নং ওয়ার্ডে লুৎফুন্নেছা দোভাষ বেবী, সাধারণ কাউন্সিলদের মধ্যে ১নং ওয়ার্ডে মোহাম্মদ সিরাজুল ইসলাম, মো. ইলিয়াছ, ২নং ওয়ার্ডে মো. ইব্রাহিম, ৩নং ওয়ার্ডে মো. জসিম উদ্দিন, ৪নং ওয়ার্ডে মো. আনিসুর রহজমান, মো. নাজমুল হক, ৫নং ওয়ার্ডে মো. আজম, ৬নং ওয়ার্ডে মুহাম্মদ হাসান লিটন, ৭নং ওয়ার্ডে মো. সোহেল মাছুম, ৯নং ওয়ার্ডে আব্দুস সাত্তার সেলিম, নুরুল আবছার মিয়া, ১০নং ওয়ার্ডে নেছার উদ্দিন আহমদ, ১১নং ওয়ার্ডে মোর্শেদ আকতার চৌধুরী, মো. নুরুল হুদা, ১২নং ওয়ার্ডে মো. সাইফুল আলম, ১৩নং ওয়ার্ডে মো. বাদশা আলমগীর, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৪নং ওয়ার্ডে আব্দল হালিম, আবুল ফজল করিম আহমদ, ১৫নং ওয়ার্ডে মোহাম্মদ গিয়াস উদ্দিন, ১৬নং ওয়ার্ডে এ কে এম সালাউদ্দীন কাউসার, ১৭নং ওয়ার্ডে মোহাম্মদ শহিদুল আলম, ১৯নং ওয়ার্ডে এস.এম দিদারুল আলম, মো. আবদুল মান্নান, মো. আজিজুর রহমান, ২০নং ওয়ার্ডে মো. হাফিজুল ইসলাম মজুমদার মিলন, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ২১নং ওয়ার্ডে সুচিত্রা গুহ টুম্পা, ২৩নং ওয়ার্ডে মোহাম্মদ জাবেদ, ২৬নং ওয়ার্ডে মোহাম্মদ হোসেন, মো. আবুল হাশেম, ২৭নং ওয়ার্ডে এইচ এম সোহেল, ২৮নং ওয়ার্ডে মো. আব্দুল কাদের, মো. নজরুল ইসলাম বাহাদুর, এস এম জামাল উদ্দিন, ২৯নং ওয়ার্ডে মো. আজিজ উর রশিদ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩২নং ওয়ার্ডে জহরলাল হাজারী, ৩৩নং ওয়ার্ডে হাসান মুরাদ, মোহামমদ সালাহ উদ্দিন, ৩৪নং ওয়ার্ডে অনুপ বিশ্বাস, ৩৫নং ওয়ার্ডে হাজী নুরুল হক, ৩৬নং ওয়ার্ডে হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, ৩৭নং ওয়ার্ডে মো. হোসেন মুরাদ, ৩৮নং ওয়ার্ডে মো. আজম উদ্দিন, গোলাম মো. চৌধুরী, ৪০নং ওয়ার্ডে মুহাম্মদ জয়নাল আবেদীন, আব্দুল বারেক, মোহাম্মদ হারুন, ৪১নং ওয়ার্ডে মো. নুরুল আবছার।
নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে চসিক নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৯মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন ২৭ ফেব্রূয়ারি। মনোনয়ন পত্র বাছাই ১মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮মার্চ। প্রতীক বরাদ্দ ৯মার্চ।