মনের জানলা খুলে

85

ফলাফলের কাগজে রোখ রেখে
বাবা নিলেন কাছে আমায় ডেকে
বলল খোকন মারহাবা মারহাবা
আজ মনে হয় তুই যে আমার বাবা।

লাগে তখন কত্তো মনে ভালো
মনটা যেন আলোতে চমকালো
কী খুশি তাই আকাশ রাশি রাশি
হৃদয় দুয়ার বাজয় তখন বাঁশি।

আগে যা যা পাইনি খুঁজে চেয়ে
আজকে খুশি মুঠোয় ভরে পেয়ে
আনন্দেতে চোখ ভরে যায় জলে
মনের পাখি ছন্দে কথা বলে।

মা ও বাবা বলতো খোকন পড়ো
হতে হবে অনেক অনেক বড়।
তাদের কথায় সায় দিয়েছি পড়ে
বই পড়েছি বুকটা উজাড় করে।

বই আমাকে ভীষণ রকম টানে
শব্দ কথার জোয়ার ওঠে প্রাণে
তখন আমার মনের জানলা খুলে
ছন্দ কথার রুমালে ফুল তুলে
জ্ঞানের রাজ্যে হাজার ছবি আঁকি
নিজকে ভাবি দুরন্ত এক পাখি।