মনিরুজ্জামান ইসলামাবাদীর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুস্মরণীয়

75

কদম মোবারক মুসলিম এতিমখানা : মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর রাজনীতি-সমাজনীতি সংঘাত ও প্রতিহিংসার ছিলো না বরং ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশের স্বাধীনতা সংগ্রাম, মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সমন্বয় ও ত্যাগের মহিমায় ভাস্বর। মনিরুজ্জামান ইসলামাবাদীর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুস্মরণীয়।
কদম মোবারক মুসলিম এতিমখানার উদ্যোগে অবিভক্ত ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান মনীষী, কদম মোবারক মুসলিম এতিমখানার প্রতিষ্ঠাতা, মনিরুজ্জামান ইসলামাবাদীর ৬৯তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন উপরোক্ত বক্তব্য রাখেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি লায়ন সৈয়দ মোরশেদ হোসেন’র সভাপতিত্বে গত ২৪ অক্টোবর ২০১৯ এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মরণানুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার’র সঞ্চালনায় স্মরণানুষ্ঠানে অতিথি আলোচক ছিলেন- ইউএসটিসি’র প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম এর উপ-পরিচালক শহীদুল ইসলাম, মহিলা কলেজ- চট্টগ্রাম এর অধ্যক্ষ তহুরিন সবুর ডালিয়া, চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি হাজী মো. সাহাবউদ্দীন, মেরন সান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. মো. সানাউল্লাহ, কদম মোবারক শাহী জামে মসজিদের খতীব অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী, কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ববধায়ক আবুল কাশেম, ইসলামাবাদীর দৌহিত্র এ.এম.এস. ইসলামাবাদী গাজী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়াহিদুল আলম, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, প্রধান শিক্ষক আবু জহুর, আজাদ নিজামুল হক প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী একজন প্রকৃত দেশপ্রেমিক, উদার মানবতাবাদী, সাংবাদিকতা জগতের পথিকৃৎ, ত্যাগের মহিমায় ভাস্বর রাজনীতিবিদ, শিক্ষক এবং বিচক্ষণ সাংগঠনিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি এতদ্ঞ্চলের ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ছিলেন। কদম মোবারক মুসলিম এতিমখানা তার অন্যতম কীর্তি। ইতিহাস চর্চা কেন্দ্র ও মনিরুজ্জামান ইসলামাবাদী গবেষণা পরিষদ : জগৎবিখ্যাত রাজনীতিবিদ, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামী, মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদীর ৬৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৫ অক্টোবর শুক্রবার বিকেলে নগরীর চেরাগী পাহাড়স্থ সুপ্রভাত স্টুডিও হলে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ও মনিরুজ্জামান ইসলামাবাদী গবেষণা পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, কালজয়ী সোনার মানুষ গুলোর মধ্যে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী অন্যতম। জীবন ও কর্ম, রাজনীতিক, সমাজসংস্কার, সাংবাদিকতা, সাহিত্যি চর্চা, গ্রন্থ প্রণেতা, মানবতাবাদী মানুষ হিসেবে ইসলামাবাদীর অবদান অনস্বীকার্য। তিনি মানুষের হৃদয় জয় করেছিলেন ভালোবাসা দিয়ে। অসাম্প্রদায়িক মনোবলই তাকে মহৎ করেছিলেন। তাঁর লেখনী ছিল সা¤প্রদায়িকতার বিরুদ্ধে। সিএইচ আর সির সভাপতি সোহেল মোঃ ফখরুদ্দিন এর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের প্রাক্তন উপসচিব বীর মুক্তিযোদ্ধা আসহাব উদ্দিন, প্রধান আলোচক চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এড. নাজিম উদ্দিন চৌধুরী, উদ্ভোধক ছিলেন প্রিমিয়ার হাসপাতাল লিঃ এর পরিচালক প্রশাসন মোঃ আবু বক্কর। ইসলামাবাদীর জীবন কর্মের ওপর প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক আবু তালেব বেলাল। বিশেষ অতিথি ছিলেন নজরুল গবেষক এম এ সবুর, রাজনীতিবিদ এম এ হাশেম রাজু, ফরিদুল আলম চৌধুরী, অমর কান্তি দত্ত, সি এস কে ছিদ্দিকী, অধ্যক্ষ মুক্তাদেও আজাদ খান, অধ্যাপক আবু তালেব বেলাল, মাষ্টার আবুল হোসেন, সাফাত বিন সানাউল্লাহ, মো. নজরুল ইসলাম, ম্ওালানা আবুল কাশেম, মো. সাইফুদ্দিন, এম নুরুল হুদা, প্রকৌশলী সৌমেন বড়ুয়া, নোমান উল্লাহ বাহার, বোরহান উদ্দিন গিফারী, অধ্যাপক সামসাদ ছাত্তার, এড. সিরাজুল হক চৌধুরী, ইমরান সোহেল, হাজী নূর মোহাম্মদ, আব্দুল্লাহ মজুমদার, এস এম ওচমান, মো. খালেদ, সিরাজুল ইসলাম প্রমুখ।