মধ্য কদমতলী জয়কালী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

41

রাঙ্গুনিয়া উপজেলার মধ্য কদমতলীতে শ্রীশ্রী জয়কালী মন্দিরের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মন্দির প্রাঙ্গণে তিনদিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত ২৭ ফেব্রূয়ারি সম্পন্ন হয়। উৎসব উদ্যাপন পরিষদের আহবায়ক নারায়ণ চন্দ্র দে এর সভাপতিত্বে ধর্মসম্মেলনে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও এডিশনাল পিপি অ্যাড. চন্দন তালুকদার। প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দে। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক রূপন ধর। বিশেষ অতিথি ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাশ, চট্টগ্রাম উত্তর জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ, সমাজসেবক অরূপ রতন চক্রবর্তী, হিল্লোল সেন উজ্জ্বল, মিথুন মল্লিক, বিভূতি কুমার সেন, বিজয় সেন, ত্রিদীপ কুমার সাহা, দিলীপ দাশ, লায়ন রবিশংকর আচার্য্য, শিবু প্রসাদ দত্ত, লিটন কান্তি দত্ত, প্রকৌশলী সুভাষ গুহ, প্রকৌশলী সনজিত বৈদ্য, অ্যাড. নটু চৌধুরী, অ্যাড. টিপু শীল, সুকান্ত মহাজন টুটুল, সঞ্জয়িতা দত্ত পিংকী। শিমুল করের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাজীব মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পরিষদের সভাপতি কাজল কর, সাধারণ সম্পাদক তপন দে, দীপক বণিক প্রমুখ। মহানামযজ্ঞের অধিবাসে পুরোহিত্য করেন শ্রীল মুরালী দাস গোস্বামী। অধিবাস কীর্ত্তন পরিচালনা করেন ভক্তপ্রবর শম্ভুনাথ দাস। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল-চন্ডীযজ্ঞ, মায়ের পূজা, ভক্তিগীতি, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন, মহাপ্রসাদ আস্বাদন, নগর পরিক্রমা। বিজ্ঞপ্তি