মধ্যবিত্ত-দরিদ্র মানুষের কাছে পেঁয়াজ এখন দুর্লভ পণ্য

55

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহবায়ক মো. আলী আব্বাছ ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান এক যৌথ বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের পক্ষে এখন পেঁয়াজ দুর্লভ পণ্যে পরিণত হয়েছে। গত দুই সপ্তাহে অকল্পনীয় হারে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। কিন্তু সরকার এ ব্যাপারে নির্লিপ্ত। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই অবৈধ সরকারকে হঠাতে কাজ করতে হবে। এই অবৈধ সরকার যাতে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করে পার পেতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। প্রশাসনের নাকের ডগায় কিভাবে অবৈধভাবে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করে? প্রশাসনের এ ব্যর্থতা ও নির্লিপ্ততার জন্য নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, মূল্য বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীদের পক্ষ থেকে বারবার সরবরাহ সংকট ও আমদানি খরচের কথা বলা হলেও দুটি যুক্তিই শুধু অজুহাত ও ভোক্তার সঙ্গে প্রতারণার কৌশল। পেঁয়াজের দাম সাধারণের নাগালের বাইরে চলে যাওয়া এটা কত বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতা তা বলার অপেক্ষা রাখে না। বিবৃতি দাতারা আরো বলেন, যেখানে সরকার ও সংসদ অবৈধ, জনগণের প্রতি যাদের কোনো দায়বদ্ধতা নেই, এই সরকারের বিদায় হওয়া দরকার। এই সরকারের পদত্যাগ করে জনগণের দ্বারা নির্বাচিত সরকার ও সংসদ দরকার, যারা জনগণের কাছে জবাবদিহি করবে, এ রকম পেঁয়াজের দাম বাড়নো হলে যারা জনগণের কাছে জবাব দিতে বাধ্য হবে। বিবৃতিদাতারা আরো বলেন, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয়। তাদের বিদায় হওয়া দরকার। জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়ে তাদেরকে বিদায় নিতে হবে। বিজ্ঞপ্তি