মওলানা ভাসানীর জন্মবার্ষিকীর আলোচনাসভা

20

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১২ ডিসেম্বর সকালে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে চট্টগ্রাম শহীদ মিনারস্থ ইসলামাবাদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ন্যাপ ভাসানী চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি ইতিহাস গবেষক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীনের সভাপতিত্বে এই সভায় মওলানা ভাসানীর জীবন কর্ম শীর্ষক একটি লিখিত প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট প্রাবন্ধিক, ন্যাপ ভাসানী চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সাংবাদিক এ কে এম আবু ইউসুফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম গণ-অধিকার ফোরামের মহাসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ এম. এ হাশেম রাজু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মাস্টার আবুল হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীন রাজনীতিবিদ ও সমাজকর্মী আলহাজ্ব নুর মোহাম্মদ দোহাজারী। আলোচনায় অংশগ্রহণ করেন ন্যাপ ভাসানী কক্সবাজার জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ ইউনুছ কুতুবী, শিক্ষক মোহাম্মদ আবদুর রহিম, মো. ওসমান গণি, মোহাম্মদ নজরুল ইসলাম, হেকিম অধ্যক্ষ শিহাব উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আবদুল করিম, সাইফুল আলম, অধ্যাপক দিদারুল আলম, কবি শাহনুর আলম, ফারুক মো. তৌহিদ, ফখরুল ইসলাম ওয়সী, সুমন বড়ুয়া প্রমূখ। সভার শুরুতে মজলুম জননেতা মওলানা ভাসানীর আত্মার শান্তি কামনা করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। বাদে যোহর নগরীর মিসকিন শাহ মাজারে খতমে কোরান, দোয়া, মুনাজাত শেষে অভুক্তদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি