মইজ্জ্যারটেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

32

কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় সড়ক ও ফুটপাতের উপর থেকে ভাসমান এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কর্ণফুলী থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ গতকাল মঙ্গলবার বিকালে একটি অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে ডজন খানেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ এসব স্থাপনার কারণে সড়কে যানজটের সৃষ্টি ও পথচারীদের চলাচলে অসুবিধা হতো। সড়ক ও ফুটপাতে আবর্জনার স্তুপ তৈরি হতো। এ অবস্থায় পুলিশ এসব স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেয়। বিভিন্ন যানবাহনের মালিক, চালক ও যাত্রীরা মইজ্জ্যারটেকের পূর্বাংশে একই ধরণের অভিযান পরিচালানা করে সড়কের আইল্যান্ড ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনাসমূহ অপসারণের আহবান জানান।
কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ জানান, এসব স্থাপনার কারণে ফুটপাত দিয়ে লোকজন হাঁটাচলা করতে পারতো না। এর ফলে মহাসড়কে নিয়মিত যানজটের সৃষ্টি হতো। তাই এসব স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মইজ্জ্যারটেকের পশ্চিম পশ্চিমাংশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আজ বুধবার আবারো অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।