ভ্রাম্যমাণ প্রাথমিক চিকিৎসাসেবা চালু

50

রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উদ্যোগে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি)’র সহযোগিতায় জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম হিসেবে সাপোর্ট টু ইমার্জেন্সি কেয়ার (সেক) দল নগরীর সিটি গেইট, জিইসি, লালখান বাজার, কাজীর দেউড়ি, জামালখান, চকবাজার, আন্দরকিল্লা, নিউমার্কেট, নতুন ব্রিজ, এ কে খান, বিশ্বরোড, বন্দর, ইপিজেড, নেভী গেইট, বারিক বিল্ডিং ও আগ্রাবাদসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জনসাধারণকে কর্মসূচির ব্যাপারে অভিহিত করা হয়। যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সকল শ্রেণির জনসাধারণের মাঝে জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করা এবং গুরুতর আহতদের হাসপাতালে প্রেরণ করার উদ্দেশ্যে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের একটি দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছসেবক দল, এ্যাম্বুলেন্স ও মাইক্রোসহ কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনে সাড়া প্রদান করে। এছাড়াও যোগাযোগের জন্য একটি জরুরি নাম্বার ০১৪০০৪৭২২৪৪ চালু করা হয় এবং যে কোন অস্থিতিশীল পরিস্থিতি দৃশ্যমান হলে নাম্বারে তথ্য প্রদানের জন্য অনুরোধ জানানো হয়। এ কর্মসূচির আওতায় সিটি মেয়র ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দীন, নির্বাচন কমিশনের দপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয়সমূহে সমন্বয় করে এবং তাদের কার্যক্রম সম্পর্কে সবাইকে অভিহিত করা হয়। বিজ্ঞপ্তি।