ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং

79

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম এর বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক গত ৫ এপ্রিল ২০২০ নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী কমপ্লেক্স বাজার, চকবাজার, আন্দরকিল্লা, মনসুরাবাদ, সল্টগোলা বাজার, ঈশান মিস্ত্রিরহাট, ব্যারিস্টার কলেজ রোড বাজার, ইপিজেড সবজির আড়ৎ তদারকি করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বর্ণিত বাজারসমূহ তদারকি করেন। বাজারসমূহ তদারকিকালে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য ক্রয় ভাউচার ও মূল্য তালিকা পরিবীক্ষণ করা হয়। ব্যবসায়ীবৃন্দকে অনৈতিক মুনাফা না করতে এবং দোকানের প্রকাশ্য স্থানে মূল্য তালিকা প্রদর্শন করে পণ্য বিক্রয় করতে অনুরোধ করা হয়। ভোক্তাসাধারণকে প্রয়োজনের বেশি পণ্য না ক্রয় করতে, নিরাপদ দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করতে, মাস্ক-গ্লাভস পরিধান করতে অনুরোধ করা হয়। পাশাপাশি কোন বিক্রেতা যদি অধিক মূল্যে পণ্য বিক্রয় করে বা বিক্রয়ের প্রস্তাব করে তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ এ অভিযোগ জানাতে বা তথ্য দিতে অনুরোধ করা হয়। সরকার নির্ধারিত মূল্যে টিসিবি কর্তৃক পরিচালিত ট্রাক-সেল পয়েন্টগুলোর কয়েকটি (মনসুরাবাদ, জামালখান রোড, ইপিজেড) পর্যবেক্ষণ করা হয়। এসময় বাজারের সার্বিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে প্রতীয়মান হয়। বিজ্ঞপ্তি