ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি

50

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম এর বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে গত ৯ এপ্রিল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম মহনগরীর বালুচরা বাজার, বটতলী বাজার, অক্সিজেন মোড় বাজার, শেরশাহ বাজার তদারকি করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বর্ণিত বাজারসমূহ তদারকি করেন। বাজারসমূহ তদারকিকালে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য ক্রয় ভাউচার ও মূল্য তালিকা পরিবীক্ষণ করা হয়। ব্যবসায়ীবৃন্দকে অনৈতিক মুনাফা না করতে এবং দোকানের প্রকাশ্য স্থানে মূল্য তালিকা প্রদর্শন করে পণ্য বিক্রয় করতে অনুরোধ করা হয়। ভোক্তাসাধারণকে প্রয়োজনের বেশি পণ্য না ক্রয় করতে, নিরাপদ দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করতে, মাস্ক-গ্লাভস পরিধান করতে অনুরোধ করা হয়। পাশাপাশি কোন বিক্রেতা যদি অধিক মূল্যে পণ্য বিক্রয় করে বা বিক্রয়ের প্রস্তাব করে তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ এ অভিযোগ জানাতে বা তথ্য দিতে অনুরোধ করা হয়। বিজ্ঞপ্তি