ভেজাল পণ্য উৎপাদন এবং বিপণনকারীরা দেশের শত্রু

53

নগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নাগরিক সমস্যা চিহ্নিত করণ এবং তা থেকে পরিত্রানের লক্ষ্যে কর্মপন্থা নির্ধারনের জন্য জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনের নেতৃত্বে নগরীতে পঁচা, বাসী ও ভেজাল পণ্য উৎপাদন, বিক্রয় ও পরিবেশন থেকে ব্যবসায়ীদের বিরত রাখার লক্ষ্যে নাগরিক পদযাত্রার তৃতীয় দিন গত ১২ মে রবিবার বেলা ১১.৩০ টায় চট্টগ্রামের অন্যতম ব্যবসা কেন্দ্র চৌমুহনী কর্ণফুলী বাজার থেকে শুরু হয়। এ সময় কর্ণফুলী বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে জনাব সুজন বলেন, বাংলাদেশে ভোগ্য পণ্যে ভেজাল চরম আকার ধারণ করেছে। শুধু ভোগ্য পণ্যই নয়, শিশু খাদ্য, প্রসাধন সামগ্রী এমনকি জীবন রক্ষাকারী ঔষুধেও ভেজাল মেশানো হচ্ছে প্রতিনিয়ত।
তিনি বলেন, ভেজাল পণ্য উৎপাদন এবং বিপণনকারীরা দেশ ও ধর্মের শত্রæ। এরপর বেলা ১২.৩০ টায় তিনি নাগরিক উদ্যোগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে নগরীর সোনালী আবাসিক এলাকা, হালিশহর কে বøক, আই বøক, চান্দগাও আবাসিক এলাকার একাংশ, ফরিদার পাড়া, গোসাইলডাঙ্গা সহ নগরীর বিভিন্ন এলাকার জনগনের ওয়াসার পানি না পাওয়ার অভিযোগ নিয়ে ওয়াসার এমডি’র সাথে স্বাক্ষাত করেন। ওয়াসার এমডি অভিযোগসমূহ গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রæততার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ নঈম উদ্দিন চৌধুরী, হাজী মোঃ ইলিয়াছ, সংগঠনের সদস্য সচিব হাজী হোসেন কোম্পানী, আব্দুর রহমান মিয়া, মোঃ সেলিম, মোঃ রিজুয়ান, এজাহারুল হক, মোসাদ্দেক হোসেন বাহাদুর, মোঃ শাহজাহান, জাহেদ আহমদ চৌধুরী, সোলেমান সুমন, সমীর মহাজন লিটন, শিশির কান্তি বল, জাহাঙ্গীর আলম, সফি আলম বাদশা, শেখ সরওয়ার্দী এলিন, রাজীব হাসান রাজন, শেখ মহিউদ্দিন বাবু, আব্দুল মালেক, হাসান মুরাদ, আশীষ সরকার নয়ন, মেহেদী হাসান সনন প্রমুখ। বিজ্ঞপ্তি