ভূমধ্যসাগরে মধ্যাঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্প

19

ভূমধ্যসাগরের কেন্দ্রীয় অংশে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে ইউরোপীয়ান মেডাটেরাইনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাত ২টা ৪৩ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড হয়। ইএমএসসির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র গ্রিসের মেথনি অঞ্চল থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি। এর আগে ২ মে ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপে ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল বলে ইএমএসসি জানিয়েছে।