ভিয়েতনামে অনুষ্ঠিত হতে পারে ট্রাম্প-কিমের বৈঠক

35

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্টে কিম জং উনের দ্বিতীয় বৈঠক সিঙ্গাপুর অথবা ভিয়েতনামে অনুষ্ঠিত হতে পারে বলে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলোতে শুক্রবার খবর প্রকাশিত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কোরিয়ান হেরাল্ডকে জানান, বৈঠকটি ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং হাওয়াইতে অনুষ্ঠিত হতে পারে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে হাওয়াইতে বৈঠকে হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ সেখানে উত্তর কোরিয়ার দূতাবাস নেই। তবে দক্ষিণ কোরিয়া আশা করছে, দুই কোরিয়ার যুদ্ধবিরতি গ্রাম পানমুনজমে এই বৈঠক হতে পারে। তবে এটি অসম্ভব বলে এক কর্মকর্তা কোরিয়ান হেরাল্ডকে জানিয়েছে।
তিনি বলেন, ‘পানমুনজমে দ্বিতীয় বৈঠকটির আয়োজন করতে আমরা আগ্রহী। কিন্তু এটির সম্ভাবনা খুব ক্ষীণ।’ ১৯৫০-৫৩ সালে সংঘটিত কোরীয় যুদ্ধের পর গত বছরের এপ্রিলে সীমান্তবর্তী পানমুনজমের ঐতিহাসিক পিস হাউসে দুই কোরীয় নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন বলেছেন, ‘খুব শিগগির’ যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার বৈঠক অনুষ্ঠিত হবে। চলতি সপ্তাহের শুরুর দিকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা দ্বিতীয় বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা করেছেন। এতেই গুঞ্জন উঠেছে যে ভিয়েতনামের রাজধানীতেই ট্রাম্প-কিমের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হতে পারে।