ভিসা স্টিকারের সংকট, পুনরায় স্ট্যাম্পিং চালুর চিন্তা

44

ভিসা স্টিকারের স্বল্পতার কারণে সরকার ভিসা স্ট্যাম্পিং সিস্টেম পুনরায় চালু কথা ভাবছে। বর্তমানে সরকারের কাছে ১০ হাজারের মতো স্টিকার আছে। তবে কেবল কলকাতা মিশনেই প্রতি মাসে দুই হাজারের বেশি ভিসা ইস্যু করা হয়। ফলে শিগগিরই ভিসা স্টিকারের বন্দোবস্ত না হলে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্ট্যাম্পিং সিস্টেম পুনরায় চালুর ব্যাপারে চিন্তাভাবনা চলছে।
ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ৫০ লাখ মেশিন রিডেবল ভিসা স্টিকার সংগ্রহের জন্য গত মাসে দ্বিতীয়বারের মতো দরপত্র আহব্বান করেছে। তবে এর প্রথম চালান পেতে ছয় মাসের মতো সময় লাগবে। খবর বাংলা ট্রিবিউনের
সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘দরপত্র জমা দেওয়ার শেষ দিন হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর এবং এর কারিগরি ও আর্থিক বিষয় বিবেচনা করে কার্যাদেশ দিতে কয়েক মাস সময় লাগবে।’
তিনি বলেন, ‘কার্যাদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উৎপাদন প্রক্রিয়ায় যাবে এবং আমাদের প্রথম চালান পেতে আগামী ছয় মাস সময় লাগবে বলে মনে হচ্ছে।’
সরকারের আরেকজন কর্মকর্তা বলেন, ‘আমরা আগে স্ট্যাম্প পদ্ধতিতে ভিসা প্রদান করতাম এবং স্টিকারের অপ্রতুলতার কারণে এটি পুনরায় চালু করা হতে পারে।’
ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এরই মধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বলে তিনি জানান।
বাংলাদেশের একটি মিশনের এক কর্মকর্তা বলেন, ‘আমাদের কিছু সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করছি সেবা দিতে, কিন্তু অপ্রতুলতার কারণে সময়সীমা মেনে চলাটা আমাদের জন্য কঠিন হয়ে পড়ছে।’
গত এপ্রিল মাসে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ৫০ লাখ মেশিন রিডেবল ভিসা স্টিকার সংগ্রহের জন্য দরপত্র আহব্বান করে। কিন্তু পাবলিক প্রকিউরমেন্ট রুল অনুসরণ না করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটিকে বাতিল করে দেয়। পরে তারা গত মাসে পুনরায় দরপত্র আহব্বান করেছে। এর মাধ্যমে আগামী ১৮ মাসের মধ্যে ৫০ লাখ স্টিকার সংগ্রহ করা হবে।