ভাসমান ও পথশিশুদের খাদ্য সহায়তা

37

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে হতদরিদ্র, ছিন্নমূল, ভাসমান মানুষ ও পথশিশুদের মাঝে গত ১৪ এপ্রিল থেকে রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে বেসরকারি উন্নয়ন সংস্থা-ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়ন (ইকো)। গত ৫ মে ২০২০ ইং মঙ্গলবার বিকেলে সাড়ে ৪ টায় নগরীর চকবাজার গোলজার মোড়ে ভাসমান ও পথশিশুদের হাতে রান্না করা খাবার তুলে দিয়ে ২২তম দিনের কর্মসূচী শুরু করেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম স্বাক্ষী ও মুক্তিযোদ্ধা সংসদ কোতোয়ালী থানা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার। পরে আরাকান সড়ক, বহদ্দারহাট মোড়, ফরিদের পাড়া, মুরাদপুর, ষোলশহর ২নম্বর গেইট ও আশেপাশের এলাকায় ৩’শ জন অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার তুলে দেয়া হয়। খাবার বিতরণে অন্যান্যের মধ্যে সহযোগিতা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আতিকুর রহমান, ইকো’র সভাপতি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির সদস্য সচিব কাজী রাজীশ ইমরান, ইকো’র সদস্য আমিনুল ইসলাম আজাদ, বিশ্বজিৎ বড়ুয়া ও সিরাজউদৌল্লা দৌলত, এস.এম ইশতিয়াক আহমেদ রুমি, ওয়াশিফুল হক চৌধুরী কৌশিক প্রমূখ। রান্না করা খাবার বিতরণকালে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম স্বাক্ষী বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছারবলেন, পথে প্রান্তরে থাকা পথশিশু ভাসমান মানুষগুলোর থাকার কোন জায়গা নেই, নেই কোন রান্না করে খাওয়ার সুবিধা। এদের হাতে চাল-ডাল তুলে না দিয়ে রান্না করা খাবার দিলে মানুষগুলো বেঁচে থাকবে। অন্যথায় এদের মাধ্যমে বিভিন্ন ধরণের অপরাধ সংগঠিত হওয়ার সম্ভাবনা দিন দিন বৃদ্ধি পাবে। কারণ ক্ষুধা মানুষকে অনেক হিংস্র করে তুলে। এই বিষয়গুলো বিবেচনায় এনে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো’র এ উদ্যোগকে স্বাগত জানান তিনি।
তিনি আরো বলেন, সুবিধা বঞ্চিত পথশিশুদের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের কর্তব্য। আমাদের দায়বদ্ধতা থেকেই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। তাদের পাশে দাঁড়ানো সবাই অনুভব করতে পারেনা। সমাজের প্রতিটি মানুষ যদি হতদরিদ্র মানুষের পাশে থাকে তাহলে কেউ অধিকার বঞ্চিত হবেনা। করোনাভাইরাস পরিস্থিতিতে ভাসমান ও পথশিশুদের বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদেরকে আর্থিকভাবে অথবা রান্নার প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে ইকো’র পাশে থাকার আহবান জানান তিনি। বিজ্ঞপ্তি