ভাষার জন্য আত্মবলিদানের ইতিহাস একমাত্র বাঙালির

22

 

সন্দীপনা সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় সংসদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চারদিন ব্যাপী কর্মসূচীর ২য় দিনের অনুষ্ঠানমালা সংগঠনের দোস্ত বিল্ডিংস্থ আঙ্গিনায় অনুষ্ঠিত হয়। ‘মাতৃভাষায় সংলাপ প্রতিটি ভাষা ভাষী মানুষের কাছে মাতৃদুগ্ধ সম’ র্শীষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু। কর্মসূচীর উদ্বোধন করেন বিশিষ্ট সংগঠক ও রাজনীতিবিদ হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন সংস্কৃতিসেবী উজ্জ¦ল কান্তি বড়ুয়া ও সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক মুকুল সিকদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সন্দীপনের প্রতিষ্ঠাতা পরিচালক ভাস্কর ডি কে দাশ মামুন। নাট্যকর্মী এমরান হোসেন মিঠুর সঞ্চালনায় আলোচনা পর্বে সম্মানিত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- চবি অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, রাজনীতিবিদ আলী নেওয়াজ খান, বিশিষ্ট সমাজ ও সংস্কৃতি বিশ্লেষক দেবব্রত দে দেবু, সমাজসেবি জয়জিত পাল, নাট্যজন শেখ শওকত ইকবাল, চবি অধ্যাপক কাকলী পাল, নাট্যজন সুচরিত চৌধুরী টিংকু, সাংবাদিক হারুন অর রশিদ, প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, বর্ষীয়ান লোককবি আবদুল লতিফ, কবিয়াল অশ্বিনী কুমার দাশ, প্রধান শিক্ষক তরনী কুমার সেন, শিক্ষিকা তাহেরা খাতুন, সংগঠক জসিম উদ্দিন চৌধুরী, সংগঠক মোশারফ হোসেন খান রুনু, গীতিকার এমরান ফারুকী, আইটি এক্সপার্ট মো: রাকিব, নাট্যকর্মী মো: জাবের হোসন, ফটো সাংবাদিক দেব প্রসাদ দেবু, কবিয়াল সন্তোষ কুমার দে, সংগঠক নিবেদিতা আচার্য, সংগঠক নজরুল ইসলাম মোস্তাফিজ প্রমুখ। আলোচনায় বক্তরা বলেন- ভাষার জন্য রক্ত দিয়ে ঢাকার রাজ পথে আলপনা এঁকে বাঙালী জাতি বিশ্বের ভাষা প্রেমী মানুষের হৃদয়ে গভীর যে রেখাপাত করেছিলেন সেই অঙ্গীকারের বিনিময়ে ২১শে ফেব্রূয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ভাষায় এই জনপদের কবি-সাহিত্যিক, শিল্পী-গীতিকার গান গেয়ে ছবি এঁকে বিশ্ব জুড়ে যেন লাল সবুজের পতাকা বিছিয়ে দিয়েছেন। অনুষ্ঠানের প্রথম পর্বে সন্দীপনা কেন্দ্রীয় সংসদের শিল্পীবৃন্দ দলীয় ও এককভাবে পরিবেশন করে একুশের গান। পরিবেশনায় অংশ নেন শিল্পী এম এ হাসেম, উজ্জ্বল সিংহ, এমরান ফারুকী, বৃষ্টি দাশ, স্বর্ণময়ী সিকদার, জ্যোতি শর্মা, মৈত্রী আচার্য। দিনের কর্মসূচীতে আরও ছিল বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, বর্ণমালা স্লাইডশো। বিজ্ঞপ্তি