ভালো শুরুর পরও এমন স্কোর হতাশার : তামিম

21

হ্যামিল্টন টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৪ রানে তামিম ইকবাল একাই করেছেন ১২৬। নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালোই ছিল সফরকারীদের। কিন্তু দুপুর গড়াতেই হুড়মুড় করে ভেঙে পড়ে ব্যাটিং লাইন। দারুণ শুরুর পরও স্কোরবোর্ডে তাই বড় রান তুলতে না পারার হতাশা তামিমের কণ্ঠে। কলিন ডি গ্র্যান্ডহোমের হাত ফসকে ৬৫ রানে জীবন পাওয়া তামিম পেয়েছেন নবম টেস্ট সেঞ্চুরি। তার ইনিংস সেরা স্কোরে রয়েছে ২১টি চার আর ১টি ছয়। তামিম ক্রিজে ছিলেন দলের ব্যাটিং আস্থার প্রতীক হয়ে।
কিন্তু দলের ১৮০ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে তামিম আউট হতেই গুঁড়িয়ে যায় বাংলাদেশ। শেষ ৫ উইকেট তারা হারায় ৫৪ রানে। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে শুভ সূচনার পরও হতাশার দিন কাটায় তামিমের অনুভূতি, ‘এই ধরনের কন্ডিশনে এমন শুরু করা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। প্রথম দিনে এমন সবুজ উইকেটে শুরুতে ২-৩টা উইকেট পড়ে গেলে খেলা কঠিন। আজ এত ভালো শুরুর পরও এটাকে ধরে না রাখা হতাশাজনক। কেবল আমিই না, ড্রেসিংরুমের প্রত্যেকেই হতাশ।’