‘ভালো মানুষ হয়ে শিক্ষার্থীদের দেশ গঠনের কাজে অংশ নিতে হবে’

37

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল করিম বলেছেন, শুধু শিক্ষিত মানুষ হলে হবে না। শিক্ষিত মানুষ হওয়ার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের ভালো মানুষ হয়ে গড়ে উঠে দেশ গঠনের কাজে অংশ নিতে হবে। পরীক্ষার জন্য পড়ালেখা না করে মানুষ হিসেবে নিজেকে গড়ার জন্য পড়তে হবে। তাহলেই তোমরা সফল হতে পারবে। তিনি গত শনিবার উখিয়ার কুতুপালং গ্রামের তরুণ ছাত্রদের সংগঠন প্রত্যাশার আয়োজনে বিশাল গুণীজন ও কৃতি ছাত্র-ছাত্রীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরো বলেন, এ অঞ্চলের একটা দুর্নাম আছে। এ মাদকের দুর্নাম ঘুচাতে তরুন শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা জনসচেতনতা মূলক কাজ করে সাধারন জনগনকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে পারে। প্রত্যাশার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও প্রত্যাশার সদস্য ইব্রাহিম মোহাম্মদ হিময়ের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তরুণদের সহযোগিতা চেয়েছেন। তাই তরুণ শিক্ষিত সমাজই এদেশকে এগিয়ে নিবে। তিনি বলেন, গুণীজনকে সম্মান দিলে এলাকায় গুণীজন জন্ম নেয়। তাই তরুন সমাজের এই উদ্যোগকে স্বাগত জানায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ, কক্সবাজার মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা. এ. হোসাইন সুমন, চট্টগ্রাম জজকোর্টের আইনজীবি এড. ছমি উদ্দিন, কুতুপালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ বখতিয়ার আহমদ মেম্বার, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল হক খান, কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক ওবায়দুল হক, চাকবৈঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ বড়ুয়া, প্রত্যাশার প্রধান উপদেষ্টা হেলাল উদ্দিন, চকরিয়া জজ কোর্টের কর্মকর্তা মাহমুদুল হক মামুন প্রমুখ। পরে কুতুপালং গ্রামের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তাসহ কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।