ভারত-বাংলাদেশ মৈত্রী সন্ধ্যা

50

গত ১৬ নভেম্বর শনিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে সন্ধ্যা ৬টায় স্বদেশ আবৃত্তি সংগঠনের আয়োজনে ও মমতা কালচারাল ইনস্টিটিউট এর সহযোগতিায় মৈত্রী সন্ধ্যা শিরোনামে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। স্বদেশ আবৃত্তি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মমতা’র প্রধান নির্বাহী লায়ন রফিক আহমদ ও প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ড. আনোয়ারা আলম। বিশেষ অতিথি ছিলেন ভারতের বিশ্ব বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাধা কান্ত সরকার, মমতার উপ- প্রধান নির্বাহী মোহাম্মদ ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী ও মমতা’র পরিচালক তৌহিদ আহমেদ। অভিমত প্রকাশ করেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য আবুল বারি, সংষ্কৃতিকর্মী মোঃ ইকবাল বাহার। মৈত্রী সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন এর সঙ্গীতশিল্পী কৃষ্ণা সাহা, মিলন দাস, সীমা দাস, শীলা দাশগুপ্ত, কোলকাতার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোকসঙ্গীত শিল্পী সনজিৎ মন্ডল, ইন্ডিয়ান বুকস অব রেকর্ড খ্যাতি প্রাপ্ত সঙ্গীত শিল্পী শিবানী দাস ও কবি ও সঙ্গীতজ্ঞ স্বপন কুমার দাশ, আবৃত্তি পরিবেশন করেন কোলকাতার কবি ও আবৃত্তিশিল্পী রীনা সাহা ও স্বদেশ আবৃত্তি সংগঠনের নুসরাত জাহান পুষ্প, সানজিদা রহমান ও সাদেক রহমান নৃত্য পরিবেশন করেন উজ্জ্বসী দত্ত, আসামের প্রলয় দত্ত, শুভশ্রী ধর, প্রিয়ঙ্কা দত্ত ও আয়ূষী দত্ত। প্রধান অতিথির বক্তব্যে রফিক আহমদ বলেন, “সাংষ্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকার মাধ্যমে প্রতিটি ব্যক্তি তার সৃজনশীলতা ও সভ্যতার বহি:প্রকাশ করতে পারে। স্বদেশের এ ধরনের আয়োজন ভারত-বাংলাদেশের সাংষ্কৃতিক মেলবন্ধনকে অটুট রাখতে আরও সহায়তা করবে। বিজ্ঞপ্তি