ভারত এখন মহাকাশের পরাশক্তি : মোদি

32

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার দেশের এখন মহাকাশেও একটি পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর এই সম্মান অর্জন করলো ভারত। বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। নরেন্দ্র মোদি বলেন, ভারতের স্যাটেলাইট মিসাইল লোয়ার অরবিটে থাকা লাইভ স্যাটেলাইটকে ধ্বংস করেছে। তিন মিনিটে সাফল্যের সঙ্গে অপারেশন শেষ হয়েছে। এ পরীক্ষার মাধ্যমে কোনও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন হয়নি। ভারতের জন্য এটি গর্বের বিষয়। আমরা আমাদের বিজ্ঞানীদের নিয়ে গর্ব করি। আগামী দিনে জীবনের প্রতিটি ক্ষেত্রে মহাকাশ প্রয়োজন হবে। ভারতের প্রধানমন্ত্রী বলেন, সুরক্ষিত ভারত তৈরির স্বপ্ন দেখি আমি। যুদ্ধের উদ্দেশে নয়, বরং ভালো কাজের জন্যে ব্যবহার করতেই সামরিক ক্ষেত্রে অগ্রসর হচ্ছে দিল্লি।