ভারতে সোয়াইন ফ্লুতে মৃত্যু ২২৬

35

ভারতে সোয়াইন ফ্লু বা এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছরের ৩ ফেব্রæয়ারি পর্যন্ত অন্তত ২২৬ জন মারা গেছে। এর মধ্যে রাজস্থান, দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবের পরিস্থিতি শোচনীয়। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।
চলতি বছর ভারতে সোয়াইন ফ্লুতে (এইচ১এন১) আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। মোট রোগীর এক-তৃতীয়াংশ (২,১০১) আক্রান্ত হয়েছে এ বছরেই। শুধু রাজস্থানেই ৫০৭ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মাত্র এক সপ্তাহে এই রাজ্যে মারা গেছেন অন্তত ৮৬ জন। দেশটির রাজধানী দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৪৫৬ জন। তবে দিল্লিতে মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। গুজরাটে ৪৩ এবং পাঞ্জাবে ৩০ জন মারা গেছে। চলতি বছরে এখন পর্যন্ত এ দুই রাজ্যে ৬ হাজার ৬০০-এর বেশি রোগী শনাক্ত করা হয়েছে। ভারতের জাতীয় রোগ নির্ণয় কেন্দ্র বা এনসিডিসির প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। এরই মধ্যে সোয়াইন ফ্লু মোকাবেলার পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব প্রীতি সুদানের নেতৃত্বে এই পর্যালোচনা বৈঠক হয়। রাজস্থানে গণস্বাস্থ্য-সংক্রান্ত একটি টিম পাঠানোর কথা জানিয়েছে মন্ত্রণালয়। এ ছাড়া গুজরাট এবং পাঞ্জাবেও টিম পাঠানো হয়েছে। সোয়াইন ফ্লু মোকাবেলায় রাজ্যগুলোকে সহায়তা করার জন্য এসব টিম পাঠানো হয়।