ভারতে বহুতল ভবন ভেঙে অন্তত ১০ জনের মৃত্যু

9

ভারতের মহারাষ্ট্রে বহুতল ভবন ভেঙে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে মুম্বাইয়ের কাছে ভিয়ান্ডি এলাকায় তিন তলা ওই ভবনটি ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি টিম। দমকল বাহিনী ও পুলিশও যুক্ত হয় উদ্ধার তৎপরতায়।এ পর্যন্ত অন্তত ১০ জনকে ভেঙে পড়া বাড়িটি থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও ২০-২৫ জন ভেতরে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
থানে পুর কর্পোরেশনের এক মুখপাত্র বহুতল ভাঙার ঘটনা নিয়ে বলেছেন, ‘ভিয়ান্ডিতে বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে।’ এই বিবৃতির পরে আরও দু’জনের মৃত্যুর কথা জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। জানা গিয়েছে, ওই বহুলত ভবনটি প্রায় ৪০ বছরের পুরনো। সেখানে প্রায় ২০টি পরিবারের বসবাস ছিল।