ভারতে দুই বিমানের সংঘর্ষ

34

ব্যাঙ্গালুরুর আকাশে সংঘর্ষের পর বিধ্বস্ত হয়েছে ভারতীয় বিমান বাহিনীর দুই বিমান। সম্প্রচারমাধ্যম এনডিটিভি খবর দিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টার কিছু আগের ওই সংঘর্ষের ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন। ১৯৯৬ সাল থেকে ব্যাঙ্গালুরুতে এয়ারো প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে আসছে। বুধবার থেকে শুরু হয়ে এবারের প্রদর্শনী চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এরইমধ্যে সূর্য কিরণ অ্যারোবেটিক টিমের কসরত দেখতে তৈরি হয়েছে গোটা দেশ। পাঁচ দিনের এই প্রদর্শনী উপভোগ করতে হাজির হয়েছেন বহু মানুষ। এরইমধ্যে দুই বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানা গেল।
মঙ্গলবার সকালে সূর্য কিরণ অ্যারোবেটিক্স টিমের দুই বিমানের মধ্যে সংঘর্ষের ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।

ভিডিওচিত্রে ভূপাতিত হওয়া বিমান থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।