ভারতে গ্যাস লিকের ঘটনা ৫০ কোটি রুপি ক্ষতিপূরণের নির্দেশ

20

ভারতে বিষাক্ত গ্যাস লিক হয়ে ১১ জনের প্রাণহানির ঘটনায় এলজি পলিমারস কোম্পানির ব্যবস্থাপকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত মানুষ হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া কোম্পানিটিকে অন্তবর্তী ক্ষতিপূরণ হিসেবে ৫০ কোটি রুপি দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির ন্যাশনাল গ্রিন টাইব্যুনাল (এনজিটি)। এই নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাফিংটনপোস্ট ইন্ডিয়া।
গত বৃহস্পতিবার ভোরে দক্ষিণ কোরীয় কোম্পানি এলজি কেম’র মালিকানাধীন এলজি পলিমারস কারখানা থেকে গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করে। গভীর রাতে গ্যাস ছড়িয়ে পড়ার সময়ে আশেপাশের অনেক গ্রামের মানুষই ঘুমিয়ে ছিলেন। এই ঘটনায় অন্তত ১১ জন নিহত ও প্রায় পাঁচ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছে বহু গবাদি পশুও।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গ্যাসের তীব্রতায় গাছের রং বদলে যাওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার কারখানাটির ব্যবস্থাপনা পরিষদকে অভিযুক্ত করে পুলিশ মামলা দায়ের করে। তাদের বিরুদ্ধে ভারতীয় দÐবিধির ৩০৪ (অনিচ্ছাকৃত মানুষ হত্যা), ৩৩৭ (অন্যের নিরাপত্তা ঝুঁকিদতে ফেলা) ও ৩৩৮ (মারাত্মক আহত করা) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।