ভারতে কোয়ারেন্টিন ক্যাম্প নিয়ে সংঘর্ষে নিহত ১

47

করোনাভাইরাস মোকাবিলায় ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে কোয়ারেন্টিন ক্যাম্প স্থাপন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, শনিবারের ওই ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, বীরভূমের তালিবপুর গ্রামের একটি স্কুলের হোস্টেলে ক্যাম্প তৈরি করা নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। একটি গোষ্ঠী হোস্টেলে কোয়ারেন্টিন ক্যাম্প তৈরির উদ্যোগে সমর্থন দেয়। অন্য গোষ্ঠীটি এর বিরোধিতায় সরব হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষ শুরু হলে উভয় গোষ্ঠীর সদস্যরা পরস্পরের দিকে বিস্ফোরক ছুঁড়তে থাকে। এতে আহত হন ভিড়ের মধ্যে থাকা ৪০ বছরের সাইফুল শেখ। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।