ভারতের লজ্জার রেকর্ড

31

মাত্র একদিন স্থায়ী হল নিউজিল্যান্ডের রেকর্ড। একই ম্যাচে কিউইদের কাছ থেকে ভারত কেড়ে নিল চলতি বিশ্বকাপে লজ্জার রেকর্ড। প্রথম সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে পাওয়ারপ্লের প্রথম ১০ ওভারে নিউজিল্যান্ড তুলেছিল ১ উইকেটে ২৭ রান।
চলতি বিশ্বকাপের ৪৬টি ম্যাচে এটিই ছিল প্রথম পাওয়ারপ্লের সব থেকে কম দলগত রান।
পাল্টা ব্যাট করতে নেমে কিউইদের সেই লজ্জার নজিরকে ছাপিয়ে গেল ভারত। প্রথম দশ ওভারে নিউজিল্যান্ডের থেকেও কম রান সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া (৪ উইকেটে ২৪)। এবারের বিশ্বকাপে প্রথম দশ ওভারে এটিই সবচেয়ে কম রান।
যদিও নিউজিল্যান্ডের আগে এই নজির ছিল ভারতের নামেই। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে লিগের ম্যাচে প্রথম ১০ ওভারে এক উইকেট হারিয়ে মাত্র ২৮ রান তুলেছিল ভারত। মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে ভারত পাওয়ারপ্লের মধ্যেই রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল ও দিনেশ কার্তিকের উইকেট খুইয়ে বসে।