ভারতের বিপক্ষে সিরিজ জয় হবে বিশাল অর্জন : মাহমুদউল্লাহ

46

দিল্লির টি-টোয়েন্টি দিয়ে এই ফরম্যাটে ভারতের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। যে জয় এখন সিরিজ জেতার স্বপ্নও দেখাচ্ছে টাইগারদের। আর এটা করতে পারলে, তা বাংলাদেশের জন্য ‘বিশাল অর্জন’ হবে বলে মনে করছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ক্রিকেটারদের ধর্মঘট দিয়ে শুরু, এরপর ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পে সাকিব আল হাসানের না আসা এবং আইসিসি থেকে তার দুই বছরের নিষেধাজ্ঞা পাওয়া— বাংলাদেশের ক্রিকেটে কঠিন এক সময়ই যাচ্ছে। এই অবস্থায় ভারতের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিতভাবে বাংলাদেশের ক্রিকেটকে ‘চাঙ্গা’ করতে ভূমিকা রাখবে।
প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ বৃহস্পতিবার রাজকোটে নামছে বাংলাদেশ। হাতছানি দিচ্ছে ভারতের মাটিতে সিরিজ জয়েরও। গতকাল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘সা¤প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে নজর রাখলে, একটি সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ও বাংলাদেশ ক্রিকেট দলকে সামনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
যদিও ভারতের মতো শক্তিশালী দলকে হারানো যে সহজ হবে না, সেটা জানা আছে এই ব্যাটসম্যানের, ‘ভারতকে হারাতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। কারণ আমরা সবাই জানি তারা দেশ ও দেশের বাইরে সব জায়গায় শক্তিশালী দল। তাই আমাদের প্রথম বল থেকে নিজেদের সেরাটা দিতে হবে।’
ভারতকে হারানো কঠিন মনে করলেও দিল্লির ম্যাচ আত্মবিশ্বাস জোগাচ্ছে বাংলাদেশ ক্যাম্পে। স্বাগতিকদের বিপক্ষে সিরিজ জয়কে ‘বিশাল অর্জন’ হিসেবে দেখছেন সাকিবের নিষেধাজ্ঞায় অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ, ‘ঘরের মাঠে ভারত শক্তিশালী দল। গত ১১-১২ বছর ধরে প্রমাণ করে আসছে তারা কতটা শক্তিশালী। তাই আমাদের (সিরিজ) জয় হবে বিশাল অর্জন।’

ভারতের বোলিং আক্রমণে পরিবর্তনের ইঙ্গিত রোহিতের

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে ভারতের। বাংলাদেশের বিপক্ষে এই ধাক্কায় ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে স্বাগতিকরা। রাজকোটের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাই বোলিং আক্রমণে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। দিল্লির ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের ভারত সফর। মাঠের বাইরের নানা ইস্যুতে টালমাটাল দেশের ক্রিকেটকে স্বস্তির এক জয় এনে দিয়েছেন মুশফিকুর রহিমরা। ভারতকে তাদেরই মাটিতে হারিয়ে টি-টোয়েন্টিতে দলটির বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। ৭ উইকেটে হেরে ব্যাকফুটে চলে যাওয়া স্বাগতিকরা রাজকোটে ঘুরে দাঁড়াতে মরিয়া। দিল্লির ম্যাচে ভারত দুই বিশেষজ্ঞ পেসার ও মিডিয়াম পেসার শিবম দুবের সঙ্গে একাদশে রেখেছিল তিন স্পিনার। যদিও দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে বোলিং আক্রমণে পরিবর্তন আসার ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া রোহিত।
বুধবার সংবাদ সম্মেলনে ভারতীয় ওপেনার বলেছেন, ‘আমাদের ব্যাটিং ভালোই মনে হয়েছে। তাই আমার মনে হয় না ব্যাটিংয়ে কোনও পরিবর্তন দরকার আছে। তবে আমরা আগে পিচ বিশ্লেষণ করতে চাই এবং তার ওপর ভিত্তি করেই নিশ্চিত করতে চাই দল আসলে কেমন হবে।’
দিল্লিতে খলিল আহমেদ ১ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেছেন ৩৭ রান। তাছাড়া ১৯তম ওভারে তার বোলিংয়েই বাংলাদেশের জয় একরকম নিশ্চিত হয়ে যায়। মুশফিক এই পেসারকে টানা চার বলে বাউন্ডারি হাঁকান। রাজকোটের ম্যাচে তাই খলিলের জায়গায় দেখা যেতে পারে শারদুল ঠাকুরকে।
যদিও আগেই পরিবর্তন নিয়ে কথা বলতে রাজি নন রোহিত। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ বিবেচনা করেই একাদশে সাজানোর পক্ষে তিনি, ‘শেষ ম্যাচে (পেস বোলিং) কম্বিনেশন সাজানো হয়েছিল দিল্লির পিচের ওপর ভিত্তি করে।