ভারতের বিপক্ষে দুটি দিবা রাত্রির টেস্ট চায় অস্ট্রেলিয়া!

7

দিবা-রাত্রির টেস্ট যুগে প্রবেশ করেছে ভারত। এবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের বিপক্ষে গোলাপি বলের টেস্ট আয়োজন করতে চায়- তাও একটি নয়, দুটি! ক্রিকইনফোর রিপোর্টে জানা গেছে, ২০২০ সালের নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরে চার টেস্টের সিরিজে দুটি দিবা-রাত্রির ম্যাচ আয়োজনে বিসিসিআইকে রাজি করাতে চায় সিএ।
গত মৌসুমে অস্ট্রেলিয়া সফরে ভারত চার ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। যথেষ্ট প্রস্তুতির অভাববোধ করায় ওই সিরিজে অজিদের দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল বিসিসিআই। তবে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভারতের নতুন বোর্ড স¤প্রতি প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলেছে বাংলাদেশের বিপক্ষে। কলকাতার ইডেন গার্ডেনসে ওই ম্যাচটি ইনিংস ও ৪৬ রানে জয়ের পর গাঙ্গুলী প্রত্যেক সিরিজে একটি দিবা-রাত্রির টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেন। যথেষ্ট প্রস্তুতির সুযোগ পেলে ভবিষ্যতে গোলাপি বলে টেস্ট খেলার আশ্বাস দেন কোহলিও। এতে করেই নড়েচড়ে বসেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। ভারত রাজি হলে, প্রথমবার এক সিরিজে দুটি দিবা-রাত্রির টেস্টের সাক্ষী হবে ক্রিকেট বিশ্ব।