ভারতের পথে ফ্রান্সের অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানের প্রথম চালান

33

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানের প্রথম চালান নিজ মাটিতে পেতে যাচ্ছে ভারত। সোমবার (২৭ জুলাই) ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মেরিগনেক ঘাঁটি থেকে রওনা দেওয়া পাঁচটি বিমান আগামী বুধবার (২৯ জুলাই) ভারতে পৌঁছাবে। ওইদিনই হরিয়ানার আম্বালা ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে ফরাসি প্রতিষ্ঠান দাসল্টের তৈরি এসব যুদ্ধবিমান। মেরিগনেক ঘাঁটি থেকে রওনা দিয়ে সাত ঘণ্টার উড়াল শেষে এসব বিমান ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের আল দাফরায় ফ্রান্সের বিমানঘাঁটিতে নিরাপদে পৌঁছেছে। ভারতীয় স¤প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
২০১৬ সালে ফ্রান্সের কাছ থেকে প্রায় ৫৯ হাজার কোটি রুপিতে অত্যাধুনিক ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনতে চুক্তি স্বাক্ষর করে ভারত। চুক্তি অনুযায়ী ২০২১ সালের মধ্যে সবগুলো বিমান ভারতের কাছে হস্তান্তরের কথা। করোনাভাইরাস মহামারির কারণে বিমান হস্তান্তরে বিলম্ব হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। তবে দুই দেশের কর্তৃপক্ষই বলছে নির্ধারিত সময়ের মধ্যেই এসব বিমান হস্তান্তর সম্ভব হবে। প্রথম চালানে পাঁচটি রাফাল বিমান হস্তান্তরের পাশাপাশি এগুলো পরিচালনায় ভারতীয় বিমান বাহিনীর ১২ জন পাইলট ও আট প্রকৌশলী কর্মীকে পূর্ণ প্রশিক্ষণ দিয়েছে ফ্রান্স। প্রায় সাত হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসব যুদ্ধবিমান ফ্রান্স থেকে ভারতে পৌঁছাবে। এজন্য এগুলোতে আকাশেই অন্য বিমানের মাধ্যমে পুনরায় তেল প্রবেশ করানো হবে।