ভারতের নতুন সেনাপ্রধান পাকিস্তান শাসিত কাশ্মিরে হামলায় প্রস্তুত

14

পাকিস্তান শাসিত কাশ্মিরে অভিযান চালাতে ভারতের সেনাবাহিনীর বিভিন্ন পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির নতুন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। যেকোনও কাজের জন্য তার বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। স¤প্রচারমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেছেন। গত মঙ্গলবার দেশটির ২৮তম সেনাপ্রধানের দায়িত্ব নেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মদদপুষ্ট সন্ত্রাসবাদ দমনে আমাদের পর্যাপ্ত কৌশল রয়েছে। নাশকতা ঠেকাতে সন্ত্রাসের উৎসস্থলে যে কোনও সময় আঘাত হানার অধিকার আমাদের রয়েছে’।
জেনারেল নারাভানে বলেন, ‘জম্মু-কাশ্মিরসহ পুরো সীমান্তে আমাদের সেনা মোতায়েন রয়েছে আর রয়েছে বিভিন্ন পরিকল্পনা। প্রয়োজন পড়লে সেসব পরিকল্পনা এগিয়ে নেওয়া হবে। যেকোনও কাজ দেওয়া হলে আমরা তা সফলভাবে করতে পারবো’।