ভারতের অ্যাথলেটিক্সে বাংলাদেশী জহিরের সোনা জয়

18

ভারতের অন্ধ্র প্রদেশে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটারে সেরা হয়েছেন বাংলাদেশের জহির রায়হান। অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের ৪০০ মিটারে ৪৭ দশমিক ৩৪ সেকেন্ড সময় নিয়ে সেরা হন জহির। পেছনে ফেলেন স্বাগতিক প্রতিযোগী রশিদকে (৪৭ দশমিক ৭৬ সেকেন্ড)।
ভারতের আমন্ত্রণে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশের অ্যাথলেটরা। আগামী ডিসেম্বরে নেপালের কাঠমান্ডু ও পোখারাতে হতে যাওয়া দক্ষিণ এশিয়ান গেমস সামনে রেখে জহিররাও নিজেদের কিছুটা পরখ করে নিচ্ছেন এ আসর দিয়ে।
২০১৭ সালের ওয়ার্ল্ড অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার স্প্রিন্টের সেমি-ফাইনালে ৪৮ দশমিক ২২ সেকেন্ড সময় নিয়ে আট প্রতিযোগীর মধ্যে পঞ্চম হয়েছিলেন জহির।