ভারতীয় সহকারী হাই কমিশনারের বাণী

159

সার্বজনীন শারদীয় দুর্গোৎসব বাঙালির অন্যতম প্রাণের উৎসব। শারদীয় উৎসব-১৪২৬ বাংলা উপলক্ষে চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক পূর্বদেশ-এর উদ্যোগে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
সুপ্রাচীন কাল ধরে বাঙালি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শারদোৎসব পালন করে আসছে। আর এই শারদোৎসবের সাথে বাঙালির সাহিত্য, সংস্কৃতির এক বিশাল মেলবন্ধন আছে।
ক্রোড়পত্র প্রকাশের মাধ্যমে শারদোৎসবের সাথে সাহিত্যচর্চা ও শিল্পচর্চা বিকাশের যে প্রয়াস তাকে আমি সাধুবাদ জানাই। এই প্রয়াসকে কাজে লাগিয়ে বাঙালির জাতীয়, ঐক্য, উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা ভারত সরকারের সর্বাত্মক সহযোগিতায় চলমান থাকুক ও ব্যক্তিসত্তার শুভ উদ্ভব ঘটুক এই প্রত্যাশা করি।
মায়ের আগমনে সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক।

(অনিন্দ্য ব্যানার্জী)
সহকারী হাই কমিশনার
ভারতীয় দূতাবাস
চট্টগ্রাম,
বাংলাদেশ